দাফনের দুই মাস পর গৃহবধূর মরদেহ উত্তোলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০২ এপ্রিল ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জে দাফনের দুই মাস পর জাহানারা বেগম (৪০) নামে এক গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

শনিবার (২ এপ্রিল) দুপুরে কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের বলিমিয়া মেম্বারের বাড়ির কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়।

নিহত জাহানারা বেগম বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের মো. হারুনের স্ত্রী।

মসরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন।

তিনি বলেন, গৃহবধূর জাহানারা বেগমের মরদেহ আদালতের নির্দেশে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ থানা সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি জাহানারাকে তার স্বামী হারুন পরিকল্পিতভাবে হত্যার করে বলে অভিযোগ করেন নিহতের ভাই মো. তাজুল ইসলাম। এ ঘটনায় বাদী হয়ে জাহানারার স্বামী মো.হারুনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন তিনি। সেই মামলায় হারুন কারাগারে রয়েছেন।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সফিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।

ইকবাল হোসেন মজনু/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।