রমজানে ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি করছেন এরশাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ০৩ এপ্রিল ২০২২
১০ টাকা দুধ পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ

রমজানে ১০ টাকা লিটার দরে গাভীর দুধ বিক্রি করছেন এরশাদ উদ্দিন নামের কিশোরগঞ্জের এক খামারি। প্রতিদিন এক লিটার করে ৩০ জন নিম্ন আয়ের মানুষের কাছে দুধ বিক্রি করবেন তিনি।

এরশাদ উদ্দিন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর রৌহা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। দুই বছর আগে গ্রামের বাড়িতে জেসি অ্যাগ্রো ফার্ম নামে একটি খামার গড়ে তুলেন। সেখানে ৩০০ গরুর মধ্যে ১৫টি গাভী রয়েছে। দৈনিক ৫০-৬০ লিটার দুধ পান তিনি।

jagonews24

এ বিষয়ে এরশাদ উদ্দিন জানান, বাজারে প্রতি লিটার দুধ বিক্রি হয় ৫০-৬০ টাকায়। রমজানে দুধের চাহিদা বেড়ে যায়। কিন্তু সেটা দরিদ্র মানুষ কিনতে পারে না। তাই গত রমজানের মতো এবারও খামারে উৎপাদিত দুধ নামমাত্র মূল্যে বিক্রি করা হচ্ছে।

তিনি বলেন, শনিবার (২ মার্চ) থেকে ১০ টাকা দরে দুধ বিক্রি শুরু হয়েছে। পুরো রমজান মাসে এক হাজার লিটার দুধ বিক্রি করা হবে। যে কেউ খামারে গিয়ে দুধ কিনতে পারবেন।

নূর মোহাম্মদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।