রমজানে পণ্যের দাম বৃদ্ধি: ৮ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১০:৩৪ পিএম, ০৩ এপ্রিল ২০২২
একটি দোকানে অভিযান চালানো হচ্ছে

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম বাড়ানোর অভিযোগে আট প্রতিষ্ঠানকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হয় এই জরিমানা।

রোববার (৩ এপ্রিল) দুপুরে টেকনাফ পৌরসভার বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চলে।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- সিরাজ স্টোর, তাহের স্টোর, মোহাম্মদ আলী এন্টারপ্রাইজ, নিউ ভাই ভাই স্টোর ও থানা রোডের মো. ইসমাইল স্টোর, মৌলভী আব্দুল্লাহ এন্টারপ্রাইজ, মেসার্স নিপুর চৌধুরী স্টোর ও জহির আহমেদ মুদির দোকান। এদের মোট এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

jagonews24

মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইনে এই জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী বলেন, লক্ষ্য করা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসকে উপলক্ষ করে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর পাঁয়তারা করছে। অভিযান মূলত ব্যবসায়ীদের সতর্ক ও সচেতনের জন্য পরিচালনা করেছি। সবাইকে পণ্যের দাম না বাড়াতে ও বাজার অস্থিতিশীল না করতে সতর্ক করেছি। ভবিষ্যতে এ ধরনের অভিযান চলবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কায়সার খসরু বলেন, বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে মূলত আমাদের সতর্কতামূলক অভিযান চালানো হচ্ছে। যদি কোনো ব্যবসায়ী পণ্যের দাম অবৈধভাবে বাড়ানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সায়ীদ আলমগীর/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।