ফরিদপুরে গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৩৩ এএম, ০৪ এপ্রিল ২০২২
গাঁজা গাছসহ র‌্যাবের হাতে গ্রেফতার হন আব্দুল মুন্নাফ খান

ফরিদপুরের উপজেলা সদরের একটি ভুট্টা খেত থেকে ৬০টি গাঁজা গাছসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম আব্দুল মুন্নাফ খান (৫৪)।

রোববার (৩ এপ্রিল) বিকেলে শহরের কমলাপুর চানমারী গ্রামস্থ কাদের শিকদারের বাড়ির পাশে ভুট্টা খেত থেকে গাঁজা গাছগুলো উদ্ধার করা হয়।

ফরিদপুর র‌্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য জানান।

র‌্যাব-৮ সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে গাঁজা গাছগুলো উদ্ধার করে। এসময় মাদকদ্রব্য কেনাবেচার কাজে ব্যবহৃত একটি সিমকার্ডসহ মোবাইল জব্দ করা হয়।

পরবর্তীতে আব্দুল মুন্নাফ খানকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি মাদক মামলা হয়েছে।

এন কে বি নয়ন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।