সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমিরসহ ১৫ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ০৪ এপ্রিল ২০২২
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমিরসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে।

রোববার (৩ এপ্রিল) দিনগত রাতে সদর উপজেলার সয়াধানগড়া মধ্যপাড়ার দারুল ইসলামী একাডেমি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- জেলা জামায়াতের আমির শাহীনূর আলম (৫০), জেলা ছাত্র শিবিরের সভাপতি তরিকুল ইসলাম (২৪), সেক্রেটারি আলহাজ উদ্দিন (২৪), অফিস সম্পাদক আজিজুল হক (২২), সাবেক সভাপতি ইমরান হোসেন (২৫), শিবির নেতা রেজায়ানুল্লাহ সোয়েব (১৯), মনিরুল ইসলাম (২৫), আলামিন হোসেন (২২), শরীফুল ইসলাম (২৪), আইয়ুব আলী (২২), আবু বকর খান (২৩), আব্দুস সালাম (২২), মনিরুল ইসলাম সরকার (২০), জাকারিয়া (২৩) ও রবিউল ইসলাম (২১)।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন সাহা জাগো নিউজকে বলেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিলেন। রাতেই সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারের সময় ঘটনাস্থল থেকে ১০টি ককটেল ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।