নড়াইলে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৫ এপ্রিল ২০২২
আদালতে পুলিশ হেফাজতে দণ্ডপ্রাপ্ত দুজন

নড়াইলে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের গোবিন্দ পোদ্দারে ছেলে মিলন পোদ্দার ও পাইকমারী গ্রামের কাজী বাবর আলীর ছেলে কাজী বদিয়ার রহমান।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম (ইমদাদ)।

মামলার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৩ সালের ১৯ মার্চ পুলিশ জানতে পারে ঈগল পরিবহনের একটি বাসে মাদক বহন করা হচ্ছে। নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ফেরিঘাট এলাকায় পৌঁছালে পরিবহন তল্লাশি করে বিভিন্ন জায়গা থেকে মোট ১২৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) নয়ন পাটোয়ারী বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন।

হাফিজুল নিলু/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।