স্ত্রীকে হত্যার পর মরদেহ হাসপাতালে ফেলে পালিয়ে যাওয়া স্বামী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৫ এপ্রিল ২০২২
পুলিশের হাতে আটক রাজ্জাক তালুকদার

মাদারীপুরে শিবচরে স্ত্রী আয়শা আক্তারকে কাঁচির আঘাতে হত্যার ঘটনায় তার স্বামী রাজ্জাক তালুকদারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হত্যাকাণ্ডের পর ঘাতক স্বামী তার স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায়। পুলিশ সকালে অভিযান চালিয়ে উপজেলার চরশ্যামাইল থেকে তাকে আটক করতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে গ্রেফতার রাজ্জাক হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। পারিবারিক কলহের জেরেই রাগান্বিত হয়ে তার স্ত্রীকে ধারালো কাঁচি দিয়ে পেটে আঘাত করে সে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিবচর ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের খালেক তালুকদারের ছেলে অটোরিকশাচালক রাজ্জাক তালুকদার ও তার দ্বিতীয় স্ত্রী আয়শা আক্তারের (৩০) সঙ্গে পারিবারিক কলহ নিয়ে প্রায়ই ঝগড়া হতো।

সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে রাজ্জাকের সঙ্গে আয়শার মোবাইলে কথা বলা ও পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজ্জাক ধারালো অস্ত্র দিয়ে আয়শার পেটে ও নাকে আঘাত করেন। ঘটনাস্থলেই আয়শার মৃত্যু হয়।

চেঁচামেচির শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে আয়শাকে নিথর অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে হাসপাতালে নেওয়ার কথা বলেন। পরে রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা আয়শাকে নিজের ইজিবাইকে করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে আয়শাকে রেখে রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান।

নিহত আয়শা বরিশালের আ. মান্নানের মেয়ে। আয়শার শাওন নামের একটি ছেলে ও সিনথিয়া নামের একটি মেয়ে রয়েছে।

একে এম নাসিরুল হক/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।