সিরাজগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক
আটক দুই মাদক কারবারি
সিরাজগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবার (৪ এপ্রিল) দিনগত রাতে শেরপুর উপজেলার সীমাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে কারিমুল ইসলাম (৩৮) ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাড়ীপাকু গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে রাসেল (২২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় দুটি মোবাইল, নগদ তিন হাজার ৪৩৯ ও একটি ট্রাকসহ (ঢাকা মেট্রো-ট-১৮-৭৪৬৪) তাদের আটক করা হয়।
র্যাব-১২ এর মিডিয়া কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের নামে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএইচ/জিকেএস