আয়ের একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব আলী হোসেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৬ এপ্রিল ২০২২
স্ত্রীর সঙ্গে নিঃস্ব আলী হোসেন

আয়ের একমাত্র সম্বল ব্যাটারিচালিত অটোরিকশা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকার আলী হোসেন (৫২)। রমজানে পরিবার পরিজন নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন তিনি।

এর আগে গত শুক্রবার (১ এপ্রিল) বড়খাতা বাজার থেকে তার ভ্যানটি চুরি হয়ে যায়। এতে কনে পরিবারটি গত পাঁচ দিন ধরে খেয়ে না খেয়ে অতিকষ্টে দিন পার করছে।

স্থানীয়রা জানান, আলী হোসেনের বাড়ি উপজেলার বড়খাতা গ্রামের তহসিলদার পাড়ায়। পরিবারের দুই ছেলে এক মেয়ে। স্ত্রী অহিরন নেছা মানসিক রোগী। দুই ছেলে বিয়ে করে আলাদা থাকেন। মেয়ে মরিয়ম নেছা মহিলা মাদরাসায় পড়ে। জায়গা-জমি বলতে কিছুই নেই।

এ বিষয়ে আলী হোসেন বলেন, বড়খাতা বাজারে ব্যাটারিচালিত ভ্যান তালাবন্ধ রেখে বাজার-খরচ করতে যাই। পরে এসে দেখি ভ্যানটি নেই। এসময় বিভিন্ন জায়গায় হন্যে হয়ে খুঁজে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরি।

আয়ের একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব আলী হোসেন

তিনি আরও বলেন, এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি কিনি। এটি দিয়ে চালিয়ে আমি সংসার চালাই। আমার কোনো অর্থ-সম্পদ নেই তাই সমাজের হৃদয়বান ব্যক্তির কাছে একটা অনুরোধ আমাকে যদি একটি ভ্যান কিনে দেওয়া হয় তাহলে আমি আপনাদের জন্য দোয়া করব।

প্রতিবেশী আব্দুল আজিজ জানান, একমাত্র ভ্যানটি হারিয়ে নিরুপায় হয়ে গেছেন আলী হোসেন। পরিবার নিয়ে তিনি কষ্টে আছেন।

এ বিষয়ে বড়খাতা ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, আলী হোসেন অনেক গরিব। সমাজের কেউ যদি তাকে একটু সহযোগিতা করেন তাহলে তিনি একটা নতুন ভ্যান কিনতে পারবেন।

রবিউল ইসলাম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।