তরুণীর ধর্ষণ মামলায় আ’লীগ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০৬ এপ্রিল ২০২২
ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু

তরুণীর ধর্ষণ মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বাচ্চুকে (৪৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে জামিন নিতে গেলে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রাশেদ কবির এ আদেশ দেন।

নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির ও ইউপি চেয়ারম্যান বাচ্চুর এনজিও দুস্থ মানব উন্নয়ন সংস্থার (দুমাউস) ম্যানেজার হাসান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর খিলগাঁও থানায় ইউপি চেয়ারম্যান বাচ্চু ও তার সহযোগীর বিরুদ্ধে ধর্ষণের শিকার তরুণী (১৯) বাদী হয়ে মামলা করেন।

মামলার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে চেয়ারম্যান বাচ্চুর সঙ্গে একই ইউনিয়নের অধিবাসী ও বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হয়। ধীরে ধীরে দুজনের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে। এক পর্যায়ে তরুণীকে ঢাকার এনজিও অফিসে চাকরি দেওয়ার আশ্বাস দেন চেয়ারম্যান বাচ্চু।

গত বছরের ১৩ ডিসেম্বর চেয়ারম্যান বাচ্চু কৌশলে তাকে ডেকে ঢাকা দক্ষিণ বনশ্রীর একটি বাসায় নিয়ে যান। সেখানে সহযোগী এক নারীর সহযোগিতায় বিয়ে করার কথা বলে তরুণীকে ধর্ষণ করেন বাচ্চু। গত ৬ জানুয়ারি পুনরায় তরুণীকে ডেকে একই বাসায় এনে আবারো ধর্ষণ করেন। এরপর তরুণী চেয়ারম্যান বাচ্চুকে বিয়ের জন্য বারবার চাপ দিলেও তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে করেন চেয়ারম্যান বাচ্চু। এ নিয়ে তরুণী থানায় মামলা করেন।

অন্যদিকে ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুর অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

আতিকুর রহমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।