নোয়াখালীতে দুদকের মামলায় ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৩৮ এএম, ০৭ এপ্রিল ২০২২
ফাইল ছবি

নোয়াখালীতে অর্থ আত্মসাতের মামলায় রাজন দাস নামে এক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (৬ এপ্রিল) বিকেলে জেলা স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত রাজন দাস ফেনী জেলার সদর উপজেলার পশ্চিম রামপুর গ্রামের মৃত অরুন দাসের ছেলে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানায়, রাজন দাস নিজেকে ফেনীর ‘রাজন টেলিকম’ নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের পরিচালক পরিচয় দিয়ে ভুয়া কাগজপত্র দেখিয়ে সোনালী ব্যাংক মহিপাল শাখায় চার লাখ টাকা এসএমই ঋণের জন্য আবেদন করেন। পরে ঋণ বাবদ ব্যাংক থেকে তিন লাখ ৬০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

বিষয়টি জানাজানি হলে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর ফেনী মডেল থানায় বিশেষ আইনে মামলা (নম্বর-৬১) দায়ের করে দুদক। পরে বিশেষ মামলা (নম্বর-২০/২০১৮) হিসেবে পরিচালনা করে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়।

এ বিষয়ে জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম বুধবার সন্ধ্যায় জাগো নিউজকে বলেন, বিকেলে মামলার শুনানি শেষে বিচারক এ এন এম মোরশেদ খান অভিযুক্ত আসামিকে ৪২০ ও ৪৬৮ ধারায় মোট ১০ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন। তবে দণ্ডপ্রাপ্ত রাজন দাস পলাতক রয়েছেন।

ইকবাল হোসেন মজনু/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।