সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দিয়ে ফাঁসলেন নারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৫০ এএম, ০৭ এপ্রিল ২০২২
নাইস খাতুন

সিরাজগঞ্জ সদর উপজেলায় সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করায় নাইস খাতুন নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার নাইস খাতুন (২৮) পৌর শহরের শাহাদত হোসেনের স্ত্রী।

এর আগে বুধবার ভোরে রায়গঞ্জ উপজেলার নিমগাছী এলাকায় আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ২৩ সেপ্টেম্বর নাইস খাতুন বাদী হয়ে সদর থানায় জানপুর মহল্লার ছাকমান হোসেনের ছেলে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ সেখের (২৫) বিরুদ্ধে একটি ধর্ষণচেষ্টার মামলা করেন। মামলাটির তদন্ত শেষে ওই বছরের ১৬ নভেম্বর আদালতের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলিম হোসাইন। আদালতে মামলাটি মিথ্যা হিসাবে প্রমাণিত হয়। আদালতের নির্দেশে এসআই আলিম হোসাইন বাদীর বিরুদ্ধে চলতি বছরের ২৫ মার্চ মামলা করেন।

বাদীর বিরুদ্ধে করা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জাগো নিউজকে বলেন, মামলা হওয়ার পর থেকেই বাদী নাইস খাতুন পলাতক ছিলেন। মঙ্গলবার মধ্যরাতে রায়গঞ্জ থানার নিমগাছী এলাকায় অভিযান চালিয়ে নাইস খাতুনকে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।