বিবিয়ানার আরও একটি কূপে গ্যাস উত্তোলন শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০২:১০ পিএম, ০৭ এপ্রিল ২০২২
কূপ থেকে গ্যাস উৎপাদন সচল আছে

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসক্ষেত্রের বন্ধ থাকা আরও একটি কূপ সচল হয়েছে। এ নিয়ে বন্ধ থাকা ছয়টি কূপের পাঁচটিতে গ্যাস উত্তোলন চলছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিবিয়ানায় নিয়োজিত শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান।

তিনি বলেন, মঙ্গলবার সকালে তিনটি, সন্ধ্যায় একটি ও বৃহস্পতিবার ভোর থেকে আরও একটি কূপে গ্যাস উৎপাদন শুরু হয়েছে । বাকি একটি কূপে উৎপাদন শুরু হতে আরও কিছু সময় লাগবে।

শেখ জাহিদুর আরও বলেন, নির্দিষ্ট করে আসলে বলা সম্ভব নয় যে কতদিনের মধ্যে এটি সচল হতে পারে। আগামীকাল হতে আবার আরও দু-তিন দিন সময়ও লাগতে পারে।

রোববার সকালে হঠাৎ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসে। এ জন্য জরুরি ভিত্তিতে দুটি প্রসেস ট্রেন ও ছয়টি কূপের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ উৎপাদন বন্ধ হওয়ায় রোববার দুপুরের পর থেকে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ কমতে থাকে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।