সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ০৭ এপ্রিল ২০২২
ফাইল ছবি

সিরাজগঞ্জ পৌর মহল্লার কোবদাসপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মমিন ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে কোবদাসপাড়া মহল্লার হামিদ শেখের রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত মমিন একই এলাকার মধন ইসলামের ছেলে ও পেশায় ভ্যানচালক।

স্থানীয় কাউন্সিলর হোসেন আলী বলেন, বৃহস্পতিবার দুপুরে মমিন ওই গ্যারেজে তার ভ্যানটি চার্জ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুত্বর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই রোগীকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছেন।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।