মাদারীপুরে টিসিবির পণ্য তদারকিতে মাঠে জেলা প্রশাসন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০৭ এপ্রিল ২০২২
মাঠ পর্যায়ে তদারকি করছেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন

মাদারীপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য মাপে সঠিক দেওয়া হচ্ছে কিনা তদারকিতে মাঠে রয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে মাদারীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌর অডিটরিয়ামে কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এ সময় নিম্ন আয়ের পরিবারের জন্য বরাদ্দ দুই কেজি ছোলা, দুই কেজি ডাল, দুই লিটার তেল ও দুই কেজি চিনি পরিমাপে সঠিক দেওয়া হচ্ছে কিনা তা ওজন স্কেল দিয়ে পরিমাপ করেন জেলা প্রশাসক। সবকিছু ওজনে সঠিক পরিমাপে থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

মাদারীপুরে টিসিবির পণ্য তদারকিতে মাঠে জেলা প্রশাসন

এ সময় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনুদ্দিন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, পৌর সচিব খোন্দকার ফিরোজ ইলিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, জনপ্রতিনিধিদের কাছ থেকে তালিকা সংগ্রহ করে জেলায় ৫১ হাজার ৩২৬ জন উপকারভোগীকে এ সুবিধা দেওয়া হচ্ছে।

এ কে এম নাসিরুল হক/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।