কয়েলের আগুনে পুড়ে মারা গেলো চার গরু
ফাইল ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগুনে পুড়ে চারটি গরু মারা গেছে। এর মধ্যে তিনটি গাভি ও একটি ষাড় রয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে উপজেলার নাগরৌহা উত্তরপাড়া গ্রামের ওসমান গনির খামারে এ ঘটনা ঘটে।
ওসমান গনির ভাষ্যমতে, শেষ রাতে সেহরি খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। সকালে গরুর খামারে আগুন লাগার খবরে ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখিন খামারে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো গেলেও চারটি গরু মারা যায়।
তিনি আরও জানান, মশা তাড়াতে খামারে কয়েল ধরানো ছিল। ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে পুরো খামারে আগুন ধরে যায়। সব মিলিয়ে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার জালাল উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
এসআর/জেআইএম