মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনজন, দুর্বৃত্তদের হামলায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৫২ এএম, ০৮ এপ্রিল ২০২২
ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ৩ আরোহীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত ও বাকি একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিনগত রাত ১১টার দিকে উপজেলার তুজারপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, রাত ১১টার দিকে পোদ্দার বাজার থেকে মোটরসাইকেলযোগে জান্দি গ্রামের বাড়িতে ফিরছিলেন সোলেমান শরীফ (৩৫), কামরুল মাতুব্বর (৪০) ও আমিনুল মাতুব্বর (৪০)। বাজার পার হতেই দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তিনজনকেই এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সোলেমান শরীফ মারা যান। গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কামরুল মাতুব্বরকে প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জাগো নিউজকে বলেন, ‘খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

এন কে বি নয়ন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।