তালতলীতে দুই টাকায় ইফতার পাচ্ছেন সুবিধাবঞ্চিতরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১০:৫১ এএম, ০৮ এপ্রিল ২০২২

রমজানে বরগুনার তালতলীতে সুবিধাবঞ্চিতদের মধ্যে ২ টাকায় ইফতার বিতরণ করা হচ্ছে। প্রতিদিনই শতাধিক মানুষ ইফতার পাচ্ছেন। ‘পবিত্র রমজান মাসে রোজাদারদের পাশে’ স্লোগানে ব্যক্তি মালিকানায় এ উদ্যোগ নেয় মেসার্স হাওলাদার ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান।

প্রথম রমজান থেকেই প্রতিদিন বিকেলে দুই টাকা দিয়ে একটি কার্ড সংগ্রহ করেন ভ্যানচালক, রিকশাচালক, দিনমজুর ও সুবিধাবঞ্চিত মানুষরা। ওই কার্ডধারীদের বিকেল ৫টার পর উপজেলার বাধঘাট এলাকায় ইফতার বিতরণ করা হয়।

jagonews24

প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে প্রতিদিন দুই টাকার বিনিময়ে তুলে দেওয়া হয় নানা ধরনের ইফতার। সাদা রঙের ওয়ানটাইম ফুড বক্সে দেওয়া সাত-আট প্রকার খাবার পেয়ে খুবই খুশি তারা। দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের কেউ কেউ নিচ্ছেন এ ইফতার।

দুই টাকায় ইফতার পেয়ে কয়েকজন বলেন, আমরা যারা নিম্নআয়ের মানুষ আছি তারা ইচ্ছা করলেও এমন ইফতার ক্রয় বা নিজেদের তৈরি করা সম্ভব না। তাই এখান থেকে প্রতিদিন ইফতার নিয়ে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে সবাই একসঙ্গে ইফতার করি।

jagonews24

মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী তারেকউজ্জামান তারেক জাগো নিউজকে বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে রমজান মাসে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের জন্য প্রতিদিনই বাড়িতে ইফতার তৈরি করা হয়। পরবর্তীতে স্বেচ্ছাসেবকদের দিয়ে এ ইফতার বিতরণ করা হয় দুই টাকার বিনিময়ে। এ দুই টাকাও ব্যয় করা হবে অসহায় ও দুস্থদের মাঝে।

প্রতিবছরই সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।