বরগুনা আইনজীবী সমিতির সভাপতি নজরুল, সম্পাদক সেলিনা
বরগুনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমিতির হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এফএম সোহরাফ হোসেন মামুন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে মো. নজরুল ইসলাম সিকদারকে সভাপতি ও সেলিনা আকতারকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়।
১৫টি পদের মধ্যে নির্বাচিত অন্যারা হলেন সহ-সভাপতি সাইদুল কবির ফারুক ও মো. নুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে খায়রুল ইসলাম এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলাবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন শম্পা রানী দেবনাথ।
বাকি ১০টি পদের জন্য ২৩ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেন। মোট ২৬৪ জন ভোটারের মধ্যে ভোট দেন ২৫৬ জন।
সভাপতি পদে মো. নজরুল ইসলাম সিকদার ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিপি ভূবন চন্দ্র হাওলাদার পেয়েছেন ১১২ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১৩৮ ভোট পেয়েছেন সেলিনা আক্তার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সিদ্দিকুর রহমান পান্না পেয়েছেন ১১৬ ভোট।
এসআর/এএসএম