সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৯ এপ্রিল ২০২২
ফাইল ছবি

জামালপুরের ইসলামপুরে সন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৯ এপ্রিল) দুপুরে থানায় মামলা করেছেন নির্যাতনের শিকার ওই নারী।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্র জানায়, বুধবার (৬ এপ্রিল) রাতে ইসলামপুর পৌরসভার ওই নারীকে তার নিজ বাড়িতে ভয় দেখিয়ে ধর্ষণ করেন পার্শ্ববর্তী এলাকার কাদের মাস্টারের ছেলে কামাল হোসেন (৩৫)। ধর্ষণের বিষয়টি কাউকে না জানাতে ভয় দেখান। পরের দিন নির্যাতনের শিকার ওই গৃহবধূ ঢাকায় পোশাক কারখানায় কর্মরত তার স্বামী ও পরিবারের সদস্যদের বিষয়টি জানান। শনিবার তিনি মামলা করেন।

নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী জাগো নিউজকে বলেন, আট বছর আগে তাদের বিয়ে হয়। সংসারে তাদের সাড়ে তিন বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। বুধবার রাতে তার স্ত্রীকে বাড়িতে একা ছিলেন। এ সুযোগে অস্ত্রের ভয় দেখিয়ে ও সন্তানকে হত্যার হুমকি দিয়ে তাকে স্ত্রীকে ধর্ষণ করেন কামাল হোসেন। তিনি এ ঘটনায় অভিযুক্ত কামালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জাগো নিউজকে বলেন, মামলার পর থেকে আসামি পলাতক। তাকে গ্রেফতারে অভিযানে চলছে।

মো. নাসিম উদ্দিন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।