শায়েস্তাগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণ-আরএফএল এর ইফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ১০ এপ্রিল ২০২২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য ইফতারের আয়োজন করেছে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক।

রোববার (১০ এপ্রিল) শায়েস্তাগঞ্জ ধানসিঁড়ি কনভেনশন হলে ইফতার ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

jagonews24

ইফতার-পূর্ব সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনিময় সভায় অংশ নেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র জেনারেল ম্যানেজার মোস্তাক চৌধুরী, জেনারেল ম্যানেজার দীপক কুমার দেব, জেনারেল ম্যানেজার মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজার (অ্যাডমিন) মোহাম্মদ সাইফুর রহমান সাইফ, প্রাণ-আরএফএল গ্রুপের পাবলিক রিলেশন অফিসার হুমায়ন আহমেদ বিলাশ, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, আব্দুর রকিব, সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন প্রমুখ।

কামরুজ্জামান আল রিয়াদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।