মাঠ থেকে গাভি নিয়ে ফেরার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১০ এপ্রিল ২০২২

টাঙ্গাইলের মধুপুরে মাঠ থেকে গাভি নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মঈন উদ্দিন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১০ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার গোলাবাড়ি ব্রিজ সংলগ্ন কাইতকাইত এলাকায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মঈন উদ্দিনের একটি গাভি ও বাছুরও মারা যায়। এতে আহত হয়েছেন তার স্ত্রী, নাতি ও এক ভ্যানচালক। নিহত মঈন বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার অ্যাসোসিয়েশনের মধুপুর শাখার সদস্য।

গোলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঈন উদ্দিন মাঠ থেকে গরু আনতে যান। প্রচণ্ড ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়। এরপর বজ্রপাতের খবর শুনে মঈনের স্ত্রী ময়না (৪০) তার ১০ বছরের নাতিকে সঙ্গে নিয়ে ঝড়ের মাঝেই ভ্যান যোগে ঘটনাস্থলে যাচ্ছিলেন। তারা ঘটনাস্থলের কাছে গেলে ঝড়ে গাছের ডাল এসে তাদের ওপর পড়ে। এতে ভ্যানটি বংশাই নদে পড়ে যায়। এসময় ভ্যানচালক আব্দুস সামাদ, নিহতের স্ত্রী ময়না ও নাতি আহত হন। এর মধ্যে ভ্যান চালকের অবস্থা গুরুতর।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, বজ্রপাতে কৃষক মঈন উদ্দিনসহ তার একটি গাভি ও বাছুর মারা গেছে। নিহত কৃষকের মরদেহ ও মৃত গরুগুলো পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে গেছেন বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/কেএসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।