১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন টাঙ্গাইলের ১০০ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১১ এপ্রিল ২০২২
চূড়ান্ত উত্তীর্ণদের ফুল দিয়ে বরণ করেছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার

মেধা ও যোগ্যতার ভিত্তিতে টাঙ্গাইলে পুলিশ কনস্টেবল পদে ১০০ জনের চাকরি দিয়েছে পুলিশ প্রশাসন। সরকারি নির্ধারিত ফি মাত্র ১২০ টাকায় চাকরি পেলেন জেলার ৮৭ জন পুরুষ ও ১৩ নারী। যাচাই বাছাই শেষে শনিবার (৯ এপ্রিল) রাতে চূড়ান্তদের নাম ঘোষণা দেওয়া হয়।

Tangail-police-1

জেলা পুলিশ সূত্র জানায়, ১০০ পদের বিপরীতে তিন হাজার ৭২২ জন আবেদন করেছিলেন। ২০ মার্চ থেকে যাচাই বাচাই শুরু হয়। বেশ কয়েকটি ধাপ পেরিয়ে শনিবার রাতে লিখিত ও মনোতাস্তিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্যে লিখিত পরীক্ষায় দিয়েছেন ৭৩২ জন। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় ২২৫ জন। এর মধ্য থেকে চুলচেরা বিশ্লেষণ করে সম্পূর্ণ মেধার ভিত্তিতে চূড়ান্ত হয় ১শ’ জনের নাম। আগামী মঙ্গলবার তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মেডিকেল টেস্ট করা হবে। পরে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে চূড়ান্ত মেডিকেল টেস্ট করিয়ে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে।

Tangail-police-1

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতেই তারা চাকরি পেয়েছেন। যারা চাকরি পেয়েছেন তাদের অনেকেই হতদরিদ্র পরিবারের সন্তান। এছাড়াও প্রকৃত মেধাবীরাই সুযোগ পেয়েছে চাকরিতে।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান ও গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন এবং টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।