খাগড়াছড়িতে কাভার্ডভ্যানচালকসহ দুইজনকে অপহরণ, মুক্তিপণ দাবি
খাগড়াছড়ির রামগড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানচালক মো. আব্বাস এবং রানার মো. আল আমিনকে অপহরণের অভিযোগ উঠেছে পাহাড়ের অনিবন্ধিত সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বিরুদ্ধে।
শনিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে রামগড়ের রামগড়-জালিয়াপাড়া সড়কের যৌথ খামার এলাকায় অপহরণের এ ঘটনা ঘটে।
মো. আব্বাস ভোলার তজুমদ্দিন থানার উত্তর চাসারা এলাকার বাসিন্দা আর আল আমিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইয়ারপুর এলাকার বাসিন্দা।
কাভার্ডভ্যানের হেলপার মো. সোলায়মান বলেন, মালামাল ডেলিভারি দিয়ে খাগড়াছড়ি থেকে ঢাকা ফেরার পথে রামগড়ের যৌথ খামার এলাকায় পৌঁছালে ৮-১০ জন অস্ত্রধারী মোটরসাইকেল যোগে এসে কাভার্ডভ্যানটির (ঢাকা মেট্রো-উ ১৪-১৪০৭) গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে চালক ও রানারকে জিম্মি করে নিয়ে যান।
তিনি আরও বলেন, অপহরণকারীরা সবাই পাহাড়ি ছিলেন। তাদের প্রত্যেকের হাতে ভারী অস্ত্র ছিল।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস খাগড়াছড়ির শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ইউপিডিএফ মূল দলের অস্ত্রধারীরা তাদের গাড়ির চালক ও রানারকে অপহরণের পর তারা ড্রাইভারের ফোন থেকে আমাকে কল দিয়ে প্রথমে তিন লাখ টাকা ও পরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ ও বিজিবি সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।
মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/জিকেএস