পাথরঘাটায় ডকইয়ার্ডে আগুন, ৫ ট্রলার পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১১:৪৭ এএম, ১১ এপ্রিল ২০২২
আগুন পড়ছে ডকইয়ার্ডে থাকা ট্রলার

বরগুনার পাথরঘাটায় ডকইয়ার্ডে আগুন লেগে পাঁচটি মাছ ধরার ট্রলার পুড়ে গেছে। রোববার (১০ এপ্রিল) রাত ১১টার দিকে মাওলানা আব্দুল কাদেরের ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে।

ডকইয়ার্ড মালিক মাওলানা আব্দুল কাদের জানান, সারেং কাজ শেষ করে রাত ৮টার দিকে বাড়ি চলে যান। এরপর রাত ১১টার দিকে হঠাৎ আগুন লেগে মুহূর্তে ইলিয়াস কোম্পানির একটি, সেলিম ফরাজির একটি ও পনু বারির দুটি ট্রলার পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া এনামুল হোসাইনের একটি ট্রলার আংশিক পুড়ে গেছে।

jagonews24

খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিস, যুব রেড ক্রিসেন্ট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহজাহান সিকদার জাগো নিউজকে বলেন, প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ট্রলারগুলোতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

jagonews24

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা-বামনা সার্কেল) তোফায়েল আহমেদ সরকার জাগো নিউজকে বলেন, এ ঘটনায় তদন্ত করে আগুনের কারণ অনুসন্ধান করা হবে। তবে এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।

কাশেম হাওলাদার/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।