শিবগঞ্জে খাদ্য সহায়তা পেলেন ১৫ হাজার মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১১ এপ্রিল ২০২২
খাদ্য সামগ্রির জন্য অপেক্ষা করছেন অসহায় মানুষ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রায় ১৫ হাজার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) সকালে শিবগঞ্জ স্টেডিয়ামে জে এইচ এম ইন্টারন্যাল লিমিটেডের অর্থায়নে ও জিকে ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় খাদ্য সহায়তা  বিতরণে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জে এইচ এম ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম ও নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলার আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রত্যেক অসহায়ের মাঝে ২০ কেজি চাল ও ভাড়া দেওয়ার জন্য ২০০ টাকা দেওয়া হয়।

সোহান মাহমুদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।