ভেজাল শিশুখাদ্য বাজারজাত হতো নামি কোম্পানির মোড়কে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ১২ এপ্রিল ২০২২
মাগুরায় বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য জব্দ

মাগুরা শহরতলী পারনান্দুয়ালী এলাকার রায়পাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন শিশুখাদ্য উদ্ধার করেছেন ভোক্তা অধিকারের সদস্যরা। ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকারের জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পারনান্দুয়ালী রায়পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে শিশুখাদ্য তৈরির কারখানার সন্ধান মেলে। পরে সেখানে বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন চকলেট, চিপস, লিচু, আইস বারসহ প্রায় ১০ প্রকারের শিশুখাদ্য উদ্ধার করা হয়। এসব খাদ্য অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের রং, ফ্লেবার, কেমিক্যাল ও হোটেলের পরিত্যক্ত মিষ্টির গাদ দিয়ে প্রস্তুত করা হচ্ছিল। বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়কে এগুলো বাজারজাত করা হতো।

jagonews24

অভিযুক্ত কারখানার মালিক আক্তার হোসেন জানান, তিনি প্রায় চার বছর ধরে ভেজাল ও অনুমোদনহীন এসব শিশুখাদ্য তৈরি করে আসছিলেন। তার ব্যবসার লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন নেই। কারখানায় তৈরি করা পণ্য মাগুরা জেলাসহ আশপাশের ঝিনাইদহ, নড়াইল, রাজবাড়ীতে বিক্রির জন্য সরবরাহ করা হয়।

অভিযান শেষে কারখানা মালিক আক্তার হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। মজুত করা ভেজাল শিশুখাদ্য আগুন পুড়িয়ে নষ্ট করা হয়।

মাগুরা জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহম্মদ মামুনুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।