ধরলা নদীতে ১১ বন্ধুসহ গোসলে নেমে নিখোঁজ যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৯:০৭ এএম, ১৩ এপ্রিল ২০২২

লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী মোগলহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন সজীব ইসলাম (২০) নামের এক যুবক।

মঙ্গলবার (১২এপিল) দুপুরে লালমনিরহাট শহরের সাপ্টানা এলাকা থেকে সজীব ইসলামসহ ১১ জন যুবক মোগলহাটে গিয়ে ধরলা নদীতে গোসল করতে নামেন। নদীতে প্রবল স্রোত থাকায় সজীব ইসলাম পানিতে তলিয়ে নিখোঁজ হন। বিকেল ৫টায় ফায়ার সার্ভিসের তিন সদস্যের ডুবুরি দল পানিতে নেমে দুই ঘণ্টা চেষ্টা করেও নিখোঁজ যুবককে উদ্ধার করতে পারেনি।

সজীব ইসলাম লালমনিরহাট শহরের সাপ্টানা এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি তার বাবা-মায়ের একমাত্র সন্তান।

স্থানীয় শফিকুল ইসলাম জানান, ধরলা নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতে ওই যুবক ডুবে গিয়ে ভেসে যেতে পারেন।

লালমনিরহাট ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের টিম লিডার সহিদার রহমান বলেন, সন্ধ্যা ৬টার দিকে ডুবুরি দল উদ্ধার তৎপরতা বন্ধ করে। ঘটনাস্থল থেকে ধরলা নদীর দুই কিলোমিটার ভাটিতেও উদ্ধার তৎপরতা চালানো হয়।

রবিউল হাসান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।