শাশুড়িসহ তিনজনকে পুড়িয়ে হত্যায় জামাইয়ের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৩ এপ্রিল ২০২২
আদালতে পুলিশি হেফাজতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজাদ মোল্যা

গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামে শাশুড়ি ও তিন শিশুকে পুড়িয়ে হত্যা মামলায় মেয়ের জামাই আজাদ মোল্যার (৪৫) মুত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রান্ত আজাদ উপজেলার চরমানিকদাহ গ্রামের বেলায়েত মোল্যার ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আজাদ মোল্যার সঙ্গে স্ত্রী সরিফার বিয়ের পর থেকে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে ২০১৪ সালের ১৭ এপ্রিল গভীর রাতে বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান আজাদ।

আগুনে পুড়ে শাশুড়ি ফুরিয়া বেগম, তার স্ত্রীর বড় বোনের ছেলে আমিনুর (১৪), তামিম (৭) ও মেয়ে তনিমা (৪) মারা যান। এ ঘটনায় মৃত ফুরিয়া বেগমের ছেলে সাইফুল গাজী পরদিন বাদী হয়ে আজাদ মোল্যাকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজাদ মোল্যার মৃত্যুদণ্ড দেন।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।