‘এখন আর কেউ ভালোবাসে না’ লিখে ফেসবুকে পোস্ট, পরদিন মিললো মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৩ এপ্রিল ২০২২
ইউসুফ কামাল

লক্ষ্মীপুরে ইউসুফ কামাল (২৮) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে বাড়ির পাশের একটি নির্জন বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ইউসুফ কামাল সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের আবদুর রহমান মাস্টার বাড়ির আবুল হাশেমের ছেলে। তিনি ঢাকার রায়েরবাগ এলাকায় স্যানিটারি ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, কামাল মাদক সেবনের সঙ্গে জড়িয়ে অসুস্থ হয়ে পড়েন। একাধিকবার তাকে ঢাকাসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা করানো হয়। মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে মায়ের কাছে তিনি টাকা চান। মা তাকে ৫০০ টাকা দেন। এরপর বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। ইফতারের সময় তার ভাই ইব্রাহিম ফোন দিয়ে তাকে বাড়িতে আসার জন্য বললেও আসেননি। সকালে বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির পাশে বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এর আগে মঙ্গলবার দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ইউসুফ কামাল। সেখানে লেখেন— ‘এখন আর কেউ ভালোবাসে না। এই পৃথিবীতে যার টাকা আছে তার দাম সবার কাছে আছে। হয়তো অভিমান করে চলে যাবো। আর আসবো না ফিরে।’

কামালের ভাই ওমানপ্রবাসী মো. ইব্রাহিম বলেন, ‘ঢাকা সিটি কলেজ থেকে অনার্স পাস করে কামাল রায়েরবাগ এলাকায় ব্যবসা করতো। এর মধ্যে মাদক সেবন করে অসুস্থ হয়ে পড়লে কয়েকবার তাকে চিকিৎসা করানো হয়। তিন বছর আগে সে বিয়ে করে। ব্যবসায়িক কারণে স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকতো। বাড়িতে মাঝে মধ্যে আসতো। তবে কী কারণে সে আমাদের ছেড়ে এভাবে চলে গেলো বুঝতে পারছি না।’

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

কাজল কায়েস/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।