‘দুর্নীতির সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কেউ জড়িত থাকলে ছাড় পাবে না’
দুর্নীতির সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কেউ জড়িত থাকলে ছাড় পাবে না বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
তিনি বলেন, দুর্নীতি সারা পৃথিবীতেই আছে। তবে দেখার বিষয় দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না। আমরা দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি।
বুধবার (১৩ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের ধর্মপাশার ডুবাইলের ভেঙে যাওয়া ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
কবির বিন আনোয়ার বলেন, ২০১৭ সালের পরে ৯ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আমরা তখন তদন্ত কমিটি করে দেখেছিলাম তাদের দায়িত্বে অবহেলা ছিল। তাই সে সময়ে আমরা বরখাস্ত করেছিলাম। এখনো আমরা যে অভিযোগ পেয়েছি সেটি তদন্তে একটি টিম সুনামগঞ্জে এসেছে। দায়িত্বপ্রাপ্ত কাউকে দুর্নীতির সঙ্গে জড়িত পেলে আমরা ছাড় দেবো না। এটি রাষ্ট্রীয় দায়িত্ব।
পরে তিনি তাহিরপুরের বর্ধিত গুরমা হাওরের বাঘমারা ফসল রক্ষা বাঁধ দেখতে যান। এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পাউবোর উত্তর-পূর্বাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম প্রমুখ।
লিপসন আহমেদ/এসজে/এএসএম