মায়ের বারণের পরও গোসলে যায় দুই ভাই, পুকুরে ডুবে মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১৩ এপ্রিল ২০২২
ফাইল ছবি

মায়ের কাছে গোসল করতে যাওয়ার অনুমতি চায় বড় ছেলে সাইমুন (৭)। মা বারণ করলেও ছোট ভাই তামিমকে (৫) নিয়ে পুকুরঘাটে যায় সে। গোসলে নেমে পুকুরে ডুবে মৃত্যু হয় দুই ভাইয়েরই।

বুধবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দসার গ্রামের এ ঘটনা ঘটে। দুই ভাই ওই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, দুই শিশুকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুই শিশুর মা লামিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পুকুরঘাটে জুতা দেখেছি, তবুও ভাবিনি ছেলেরা পুকুরে ডুবে গেছে।’

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের সৈয়দ জাগো নিউজকে বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নজরুল ইসলাম আতিক/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।