হিলি দিয়ে ভারতে যেতে পারবেন যাত্রীরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০২:০৩ পিএম, ১৪ এপ্রিল ২০২২

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ দুই বছর পর পাসপোর্টধারী যাত্রীদের ভারতের যাওয়ার অনুমতি মিলেছে। এর আগে পাসপোর্টধারী যাত্রীরা এ পথ দিয়ে ফিরে আসতে পারলেও বন্ধ ছিল ভারতে যাওয়া।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনার কারণে অন্যদেশের ন্যায় দীর্ঘদিন বন্ধের পর গতবছরের ১৬ মে থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়া পাসপোর্টধারী যাত্রীদের দেশে ফেরা শুরু হয়। কোনো যাত্রী হিলি স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারেননি। তবে অনুমতি পাওয়ায় বৃহস্পতিবার থেকে পাসপোর্টধারী যাত্রীরা  ভারতেও যেতে পারছেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন বন্ধের পর গতবছরের ১৬ মে থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম শুরু হয়। তখন থেকে পাসপোর্টধারী বাংলাদেশের বিভিন্ন স্থল ও আকাশপথে ভারতে যাওয়া যাত্রীরা এ পথ ব্যবহার করে ফিরে আসার কার্যক্রম চলমান ছিল। বুধবার ভারতের ইমিগ্রেশন চেকপোস্ট ১৪ এপ্রিল থেকে এ পথ দিয়ে যাত্রী নিতে সম্মতি দিয়েছে।

মো. মাহাবুর রহমান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।