দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৬:০১ পিএম, ১৪ এপ্রিল ২০২২
দুই শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়

নড়াইলের লোহাগড়ায় ছাগল চুরির অভিযোগে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার এড়েন্দা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামে এ ঘটনা ঘটে। ওই দুই শিশু নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয় সূত্র জানায়, ওই দিন দুপুরে জহুর শেখের স্ত্রী দোলেনা বেগমের দুটি ছাগল ছুরি করে পালানোর সময় দুই শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। লিখিত অভিযোগ না থাকায় পরদিন ওই দুই শিশুকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পরে বৃহস্পতিবার এক শিশুর বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জাগো নিউজকে বলেন, মামলা দায়েরের পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

হাফিজুল নিলি/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।