সাঁতরে আসামিকে ধরলো পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:১২ পিএম, ১৫ এপ্রিল ২০২২

ফেনীর সোনাগাজীতে কৃষক বেলাল হোসেন হত্যা মামলার আসামি আবদুল হাইকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ এপ্রিল) উপজেলার উত্তর চরদরবেশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন আবদুল হাই। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার তাকে গ্রেফতার করতে উপজেলার উত্তর চরদরবেশ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ দেখে আবদুল হাই ছোট ফেনী নদীতে ঝাঁপ দেন। তাকে গ্রেফতার করতে পুলিশ সদস্যরাও নদীতে ঝাঁপ দেন। এক পর্যায়ে সাঁতরে তাকে ধরতে সক্ষম হন পুলিশ সদস্যরা।

গ্রেফতার আবদুল হাই উত্তর চরদরবেশ গ্রামের নুর ইসলাম মিয়ার বাড়ির মোস্তফা মিয়ার ছেলে। তিনি ভূমি বিরোধের জের ধরে কৃষক বেলাল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি। ২০২১ সালের ১ জুন এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

বিষয়টি নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন জানান, আসামি আবদুল হাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নুর উল্লাহ কায়সার/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।