বেপোরোয়া গতির পিকআপভ্যানের চাপায় শিশু নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১১:০৫ পিএম, ১৬ এপ্রিল ২০২২

চাঁদপুর শহরের পুরানবাজার মেরকাটিজ রোডে পণ্যবোঝাই পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে সোহাগ নামের ছয় বছরের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় স্থানীয় মুসলিম মৃধার বাড়ির সামনে রাস্তায় এ ঘটনা ঘটে। শিশুটি মেরকাটিজ রোডস্থ জামাল হোসেনের ছেলে। সে পুরানবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার এলাকা থেকে মালামাল নিয়ে সকদি রামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো বেপরোয়া গতির পিকআপটি। এসময় বাড়ির পাশে রাস্তা পারাপারের সময় গাড়িটি শিশু সোহাগকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় শিশুটির রক্তাক্ত দেহ রাস্তায় পড়ে থাকতে দেখে ক্ষুব্ধ এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করে। এসময় তারা গাড়িটি জব্দ করে ও ঘাতক চালক বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ের শিকার হয়।

খবর পেয়ে পুরানবাজার ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে এবং নিহত শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরে আহত গাড়িচালককে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

গাড়িচাপায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চালক ও গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।