মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কলেজছাত্র নিহত
টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সুলাইমান হোসেন নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় তার দুই বন্ধু রাকিব মোল্লা ও মেহেদী হাসান আহত হয়েছেন।
রোববার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (পুরাতন) বাইমহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলাইমান উপজেলার তরফপুর গ্রামের শওকত হোসেনের ছেলে ও মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, তিন বন্ধু কলেজ থেকে বের হয়ে এক মোটরসাইকেলে সদরে যাচ্ছিলেন। পথে সিএনজিচালিত অটোরিকশার পেছনে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তিনজন ছিটকে পড়ে আহত হন। তাদের কুমুদিনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুলাইমানকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান উকিল জাগো নিউজকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এস এম এরশাদ/এসজে/জিকেএস