১ কোটি টাকার আম বিক্রির আশা স্বপনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১৭ এপ্রিল ২০২২
নিজের বারোমাসি আমবাগানে চাষি এনামুল ইসলাম স্বপন

চলছে বৈশাখ মাস। সবুজ পাতার ফাঁকে দুলছে আমচাষিদের স্বপ্ন। চাষিরা অপেক্ষায় আছেন কবে আম পাকবে আর বাজারে বিক্রি করবেন। একই স্বপ্ন দেখা থেকে দূরে নেই আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের চাষিরাও।

তবে এ আশায় না থেকে বারোমাসি আমচাষ করে গত তিনমাসে ১৭ লাখ টাকার আম বিক্রি করেছেন শিবগঞ্জ পৌর এলাকার এনামুল ইসলাম স্বপন নামের এক ব্যক্তি। আশা করছেন সামনে ছয় থেকে আটমাসের মধ্যে আরও এক কোটি টাকার আম বিক্রি করবেন। এখনো তার বাগানে মিলছে বিভিন্ন জাতের সুস্বাদু আম।

jagonews24

সরেজমিন উপজেলার ধাইনগর ইউনিয়নের মদ্দানা এলাকায় এনামুল ইসলাম স্বপনের বারোমাসি আমবাগানে গিয়ে দেখা যায়, ৩৫ বিঘা জমি বর্গ নিয়ে বরোমাসি আমের বাগান গড়ে তুলেছেন স্বপন।

এনামুল ইসলাম স্বপন জাগো নিউজকে বলেন, ‘গত চার বছর ধরে আমি বারোমাসি আম ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে ভালো লাভবান না হলেও এবার আমের দাম ভালো হওয়ায় গত তিনমাসে প্রায় ১৭ লাখ টাকার আম বিক্রি করেছি। আশা করছি সামনে ছয় থেকে আটমাসে আরও প্রায় এক কোটি টাকার আম বিক্রি করবো।’

jagonews24

তিনি আরও বলেন, ‘এখনো আমার বাগানে পাকা আম আছে। এগুলো ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করছি। আমার বাগানে কাটিমন, বারি-১১, ফিলিপাইন সুপার, খিরসাপাতসহ প্রায় ১০ ধরনের সুস্বাদু আম আছে।’

স্বপনের বাগানে কাজ করছিলেন কর্মচারী হামিদ। তিনি জাগো নিউজকে বলেন, ‘এ বাগানে সারা বছরই সুস্বাদু আম পাওয়া যায়। সেগুলা কার্টনে করে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হয়।’

jagonews24

রিপন আলী নামের এক কলেজছাত্র বলেন, ‘রোজার প্রথম দিকে জানতে পারি স্বপন ভাইয়ের বাগানে সুস্বাদু আম পাওয়া যাচ্ছে। তাই ইফতারিতে খাওয়ার জন্য দুই কেজি পাকা আম কিনতে এসেছি।’

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত কয়েক বছর থেকে সিজনাল আমে লোকশান হওয়ায় বারোমাসি আমচাষে ঝুঁকছেন কৃষকরা। এতে বেশ স্বাবলম্বী হয়েছেন অনেকে। এ জেলায় এখন পর্যন্ত প্রায় ১০০ হেক্টর জমিতে বারোমাসি আমবাগান রয়েছে। দিন দিন জেলায় বারোমাসি আমচাষ বাড়ছে।

সোহান মাহমুদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।