নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের দুদিন পর যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১৭ এপ্রিল ২০২২
ফাইল ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কালজানী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের দুদিন পর নাজমুল (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের বউবাজার নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাজমুল ওই ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের শুক্কুর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে নদীতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস‍্য আমছার আলী জানান, গত শুক্রবার দিনগত রাতে নাজমুল ও আরও দুজন কালজানী নদীরপাড়ে বসেছিলেন। এ সময় বিজিবির (বাংলাদেশ বর্ডার গার্ড) একটি টহল দল সেখানে উপস্থিত হলে তাদের দেখে ভয়ে একজন দৌড়ে পালিয়ে যান। নাজমুল ও আরেকজন নদীতে ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়া দুজনের একজন সাঁতরে তীরে উঠতে পারলেও নাজমুল নিখোঁজই রয়ে যান। এ ঘটনায় তার পরিবারের লোকজন নিখোঁজ নাজমুলকে খুঁজতে থাকে। রোববার দুপুরে নাজমুলের মরদেহ ওই নদী থেকেই উদ্ধার করে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, মরদেহের ময়নাতদন্তের জন‍্য সোমবার (১৮ এপ্রিল) সকালে কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মাসুদ রানা/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।