নওগাঁয় হিজাব বিতর্কে এবার প্রধান শিক্ষক কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:২৮ এএম, ১৮ এপ্রিল ২০২২
প্রধান শিক্ষক ধরনী কান্ত বর্মন

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আলোচিত দাউল বারবারপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব বিতর্কের মামলায় প্রধান শিক্ষক ধরনী কান্ত বর্মন গ্রেফতার হয়েছেন। রোববার (১৭ এপ্রিল) দুপুরে নওগাঁ সিনিয়র জুডিসিয়াল আমলি আদালত-৩ এ হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাজুল ইসলাম সেটা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, ৬ এপ্রিল উপজেলায় দাউল বারবারপুর উচ্চ বিদ্যালয়ে স্কুল ড্রেস পরে না আসায় ১৮ শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ ওঠে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা আমোদিনি পাল ও শিক্ষক বদিউল আলমের বিরুদ্ধে। কিন্তু পরদিন গুজব রটানো হয় ‘স্কুল ড্রেস নয়, হিজাব পরে স্কুলে আসায়’ মারধর করা হয়েছে।

এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে বিক্ষুদ্ধ জনতা স্কুলে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাঙচুর করে। বেশ কিছু সংবাদ মাধ্যম বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলে প্রতিবেদন দেয়। প্রতিবেদনে হিজাব কাণ্ড মিথ্যা প্রতিয়মান হয়। যেখানে স্কুল ড্রেস না পরার বিষয়টি উঠে আসে।

শনিবার (৯ এপ্রিল) বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমোদিনী পাল বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ওই স্কুলের প্রধান শিক্ষক ধরণী কান্ত বর্মণ, সভাপতি মাহমুদুল হাসান সুমন ও জেলার পোরশা উপজেলার গহেরপুর গ্রামের বাসিন্দা সালাউদ্দিন আহমেদকে আসামি করা হয়েছে। এছাড়া একই মামলায় অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর গুজব ছড়ানোয় বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে দুই সাংবাদিক কিউএম সাঈদ টিটো ও কাজী সামছুজ্জোহা মিলনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় থানা পুলিশ।

এর আগে বিদ্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনায় রোববার (১০ এপ্রিল) থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরণী কান্ত বর্মণ। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪০-১৫০ জন অজ্ঞাতের বিরুদ্ধে এই জিডি করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন বলেন, এ মামলার এজাহারভুক্ত অপর দুই আসামিকেও গ্রেফতারের জন্য পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনার অপপ্রচারকারীদের এবং আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

আব্বাস আলী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।