এক পাঞ্জাবিতেই লাভ ৭০০-১০০০ টাকা, ফেনীর ফলো ফ্যাশনকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ১৮ এপ্রিল ২০২২

ফেনীতে অতিরিক্ত মুনাফায় পাঞ্জাবি বিক্রি করায় একটি শোরুমকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে ভোক্তা অধিকার ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকারের জেলা কার্যালয় সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ফেনীতে বিভিন্ন শোরুমে অতিরিক্ত মুনাফায় পোশাক বিক্রি করা হচ্ছে। এ অভিযোগ পেয়ে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ফলো ফ্যাশন শোরুমে অভিযান পরিচালনা করা হয়। এসময় দেখা যায়, শোরুমে বিক্রির জন্য প্রদর্শনীতে থাকা প্রতিটি পাঞ্জাবিতে ৭০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত মুনাফা করা হচ্ছে।

jagonews24

ভোক্তা অধিকার ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা বলেন, প্রতিটি পণ্যে এত বেশি মুনাফা করা অযৌক্তিক এবং অন্যায়। অতিরিক্ত মুনাফা নেওয়ায় ওই শোরুমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঈদের বাজারে প্রতিদিনই বস্ত্র-জুতাসহ বিভিন্ন শোরুমে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

নুর উল্লাহ কায়সার/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।