সম্পত্তির বিরোধে দুলাভাইয়ের ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১০:০৬ পিএম, ১৯ এপ্রিল ২০২২
নিহত কামরুল হাসান রতন ও শাহাদাত হোসেন সরদার

চাঁদপুরের ফরিদগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভগ্নিপতি শাহাদাত হোসেন সরদারের ছুরিকাঘাতে যুবলীগ নেতা কামরুল হাসান রতন (৪০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বিগদাইড় গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রতন ওই গ্রামের আবুল বাশারের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে রতনের সঙ্গে তার ভগ্নিপতি একই গ্রামের শাহাদাত হোসেনের বিরোধ চলে আসছিল। এই বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার বিকেলে পরিবারের সব সদস্যদের নিয়ে স্থানীয় কয়েকজন সালিশে বসেন। এসময় বিভিন্ন কথাবার্তা নিয়ে দুইজনে মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ভগ্নিপতি শাহাদাত হোসেনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন রতন। পরে তাকে পাশের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক ভগ্নিপতি শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে। তিনি এখন থানা হেফাজতে আছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নজরুল ইসলাম আতিক/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।