আমগাছে ঝুলছিল ইটভাটা শ্রমিকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২০ এপ্রিল ২০২২
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে আম গাছে ঝুলন্ত রুবেল আকন (২৮) নামের এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া গ্রামের একটি আম গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রুবেল আকন ওই গ্রামের মজিবর আকনের ছেলে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, বরিশালের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন রুবেল। মঙ্গলবার রাতে বাড়িতে যায়নি রুবেল। পরদিন সকালে স্থানীয়রা তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খরব দেয়। শারীরিক অসুস্থতা ও ধার-দেনার কারণে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি হাসপাতালে পাঠানো হয়েছে।

আতিকুর রহমান/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।