পূর্বশত্রুতার জেরে দুইপক্ষের সংঘর্ষ, যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ২০ এপ্রিল ২০২২
ফাইল ছবি

 

খাগড়াছড়ির পানছড়িতে পূর্বশত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে সমীর দত্ত ত্রিপুরা (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে তার মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সমীর দত্ত পানছড়ির লতিবান ইউনিয়নের হেলাধুলা পাড়ার বাসিন্দা কমলা চরণ ত্রিপুরার ছেলে।

পুলিশ জানায়, কমলা চরণ ত্রিপুরার সঙ্গে তার এক আত্মীয়ের বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার রাতে দুই পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সমীর দত্ত ত্রিপুরাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়। এ সময় উভয়পক্ষের আরও তিনজন আহত হন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল করিম জাগো নিউজকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সকালে একজনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আহত আরও তিনজন পুলিশি পাহারায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মুজিবুর রহমান ভুইয়া/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।