হাওরের মানুষকে প্রধানমন্ত্রী খুব ভালোবাসেন: প্রতিমন্ত্রী শামীম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:২৫ পিএম, ২১ এপ্রিল ২০২২
খাই হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুখ শামীম

হাওরের মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভালোবাসেন। সারাক্ষণ তাদের কথা চিন্তা করেন। তাদের জীবন মান উন্নয়নে নতুন নতুন প্রকল্প হাতে নেন বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুখ শামীম।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ১৫৪৭ কোটি টাকার ১৪টি নদী ও এর সঙ্গে যত সংযোগ খাল রয়েছে তা খননের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। যার সমীক্ষার কাজ চলছে। এর প্রতিবেদন আমরা সেপ্টেম্বরের ভেতরে পাবো। এরপর একনেকে তুলে প্রকল্পটা পাস করাবো।

তিনি আরও বলেন, হাওরের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, আগাম বন্যা নিয়ন্ত্রণ ও নৌযান চলাচলের সুবিধার্থে সুনামগঞ্জে দুটি প্রকল্প হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি হলো নদী খনন ও আরেকটি কজওয়ে নির্মাণ। বছরের শেষের দিকে এ দুটি প্রকল্পের কাজ শুরু হতে পারে। এখন এর সমীক্ষার কাজ চলছে।

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুখ বলেন, ফসল কেটে কৃষকরা যাতে ঘরে নিয়ে যেতে পারে এজন্য ৯০টি কজওয়ে রাখা হয়েছে। শুষ্ক মৌসুমে কজওয়ের পয়েন্টগুলো জিও ব্যাগ দিয়ে বন্ধ রাখা হবে। যখন কৃষকের ফসল কাটা শেষ হয়ে যাবে তখন কজওয়েগুলো খুলে দেওয়া হবে। এ দুটি কাজ হলে আগামীতে এরকম আগাম বন্যা হলে মোকাবিলা করতে পারবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সিলেট পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম, সিলেট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী জহিরুল হক প্রমুখ।

লিপসন আহমেদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।