সন্তানরা কোথায় কী করছে সে বিষয়ে নজর দিতে হবে: খাদ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ২২ এপ্রিল ২০২২
নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে খাদ্যমন্ত্রী

দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমরা দেশকে সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে চাই। দেশকে উন্নয়নের দিকে নিতে হলে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ও দুর্নীতি মুক্ত রাখতে হবে। সন্তানরা কোথায় কী করছে সে বিষয়ে নজর দিতে হবে। আমরা সবাই সবার অবস্থান থেকে চেষ্টা করতে হবে।

শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নওগাঁ সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। এটার সঙ্গে আমরা সবাই সহযাত্রী। আগামী ২০৪১ সালের মধ্যে দেশ সমৃদ্ধশালী হবে। পবিত্র রমজান আমাদের সহমর্মিতা, সংযম ও ধৈর্য শিক্ষা দেয়। এই শিক্ষার আলোকে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান তিনি।

এসময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামউদ্দিন জলিল জন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সুধিজনরা উপস্থিত ছিলেন।

আব্বাস আলী/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।