ঠাকুরগাঁওয়ে চড়ক পূজা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৩:০৪ এএম, ২৩ এপ্রিল ২০২২
প্রতিবছরই গঙ্গা দেবীর মন্দিরে চরক ঘোরানো হয়

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে গঙ্গা দেবীর মন্দিরে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে পৌর শহরের টাংগন নদীর পশ্চিম তীরে এই পূজার আয়োজন করা হয়।

সন্ধ্যায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় পূজা অনুষ্ঠান।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাস বলেন, দীর্ঘদিন ধরে এই গঙ্গা দেবীর মন্দিরে চড়ক পূজা করে আসছি। পূজার অনুষ্ঠানটি বাংলা নববর্ষ উপলক্ষে হয়। প্রতিবছরই গঙ্গা দেবীর মন্দিরে চরক ঘোরানো হয়।

jagonews24

এই মন্দিরে শুধু ঠাকুরগাঁও নয় আশপাশের বিভিন্ন জেলা থেকেও অনেক ভক্তদের সমাগম হয় বলে জানান তিনি।

সুকুমার দাস অভিযোগ করেন, তাকে একটি মহল মন্দির থেকে সরে যেতে বলছে, যাতে তারা এই জায়গাটি দখল করে নিতে পারে।

এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন , আমরাও দীর্ঘদিন থেকে শুনে আসছি এই গঙ্গা দেবীর মন্দির নিয়ে নানা তালবাহানা শুরু করেছে একটি মহল। তবে কেউ যদি এখানে সাম্প্রদায়িক গণ্ডগোল লাগানোর চেষ্টা করেন, যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হন না কেন তাদের ছাড় দেওয়া হবে না।

তানভীর হাসান তানু/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।