মাগুরায় ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৩ এপ্রিল ২০২২
ফাইল ছবি

মাগুরা পৌর এলাকার বাটিকাডাঙ্গা গ্রামে ইজিবাইক চার্জ দিতে গিয়ে আসাদুজ্জামান আসাদ (৩৫) নামে এক চালক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। এসময় তার মা আলেয়া বেগম (৫৫) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২২ এপ্রিল) রাতে বাটিকাডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আসাদ ওই গ্রামের তৈয়েবুর রহমানের ছেলে।

নিহতের প্রতিবেশী কামরুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আসাদ ইজিবাইক চালিয়ে শহর থেকে বাড়িতে ফিরে ইজিবাইকটি চার্জে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার মা আলেয়া বেগম ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন শনিবার সকালে আসাদের মৃত্যু হয়। তবে তার মা এখন শঙ্কামুক্ত।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, বাটিকাডাঙ্গা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।