বিদেশে পালানোর সময় ডাকাত সর্দার গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:১১ এএম, ২৫ এপ্রিল ২০২২
পুলিশের হাতে গ্রেফতার নুর ইসলাম বাবুল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেনীর ডাকাত সর্দার নুর ইসলাম বাবুলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ এপ্রিল) ভোরে তাকে গ্রেফতার করা হয়। বাবুল সোনাগাজী উপজেলার উত্তর চরসাহাভিকারী গ্রামের বজলুল হকের ছেলে।

পুলিশ জানায়, ডাকাত সর্দার বাবুল হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাহিরে পালিয়ে যাচ্ছেন এমন সংবাদে সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দন ও মাহবুব অভিযান চালিয়ে ভোরে তাকে গ্রেফতার করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়ান জাগো নিউজেক বলেন, গ্রেফতার ডাকাত সর্দার বাবুলের বিরুদ্ধে অন্তত পাঁচটি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। তাকে বিমানবন্দর থেকে ফেনীতে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নুর উল্লাহ কায়সার/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।