বান্দরবানে পাথরচাপায় শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১১:১৩ এএম, ২৫ এপ্রিল ২০২২
ফাইল ছবি

বান্দরবানের লামায় পাথরচাপায় মো. ঈসা (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৪ এপ্রিল) দিনগত রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কাঁঠাল ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত পাথর শ্রমিক ঈসা কক্সবাজারের চকরিয়ার দক্ষিণ কাঁকড়া এলাকার মোহাম্মদ কবিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লামা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের আহম্মদ কবিরের ছেলে মো. নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরে শ্রমিক দিয়ে ঝিরি ও পাহাড় থেকে পাথর উত্তোলন করে আসছিলেন। রোববার দিনগত কাঁঠাল ঝিরি এলাকা থেকে পাথর উত্তোলনের কাজ করছিলেন ঈসা। এ সময় তার ওপর পাথর চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে বলেন, কাঁঠাল ঝিরি এলাকায় পাথর চাপা পড়ে ঈসা নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নয়ন চক্রবর্তী/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।